শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের শিকার ২০ দেশের সরকারি কর্মকর্তা

আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ০০:৪০

যুক্তরাষ্ট্রের একাধিক মিত্রদেশসহ অন্তত ২০ টি দেশের সরকারি কর্মকর্তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে জানা গেছে। হোয়াটসঅ্যাপের নিজস্ব অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই তথ্য। বুধবার ইসরাইলি আইটি প্রতিষ্ঠান এনএসওর বিরুদ্ধে অবৈধ নজরদারির অভিযোগ এনে মামলা করেছে হোয়াটসঅ্যাপ। এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানায়, ২০টি ভিন্ন দেশের প্রায় ১৪শ’ মোবাইল ফোনে ম্যালওয়্যার ভাইরাসটি পাঠিয়েছে এনএসও গ্রুপ। তাদের তালিকায় সাংবাদিক, মানবাধিকার কর্মী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক এবং কূটনীতিক ব্যক্তিত্ব রয়েছে।

হ্যাকিংয়ের শিকার অনেকে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মেক্সিকো, পাকিস্তান এবং ভারতের নাগরিক। বেশ কয়েকজন ভারতীয় নাগরিক বিগত দিনগুলোতে প্রকাশ্যেই এটা নিয়ে অভিযোগ করে আসছিলো।  -বিবিসি