শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সোনাহাট স্থলবন্দর

চার মাস পর কার্যক্রম শুরু

আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২১:১০

দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের পণ্য আমদানি পুনরায় শুরু হয়েছে। সোমবার বিকালে ১০ চাকার তিনটি ট্রাক পাথর নিয়ে সোনাহাট স্থলবন্দরে প্রবেশের মাধ্যমে বন্দরের কার্যক্রম পুনরায় চালু হয়।  উল্লেখ্য, ভারতীয় ব্যবসায়ীরা চার চাকার ট্রাক ছাড়া পণ্য দেবে না আর বাংলাদেশি ব্যবসায়ীরা ১০ চাকার ট্রাক ছাড়া পণ্য নেবে না এ নিয়ে দ্বন্দ্বের কারণে চার মাস বন্ধ থাকার পর সোমবার ভারতীয় ব্যবসায়ীরা ১০ চাকার ট্রাকে পণ্য পাঠায়। সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক গিয়াস উদ্দিন জানান, সোমবার তিন ট্রাক পাথর ঢুকেছে এবং মঙ্গলবারও কিছু ট্রাক প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।