মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাশ্মীরে আবারও গ্রেনেড হামলা, আহত ১৯

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ২২:১৭

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে সোমবার গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। সোপুরের ইকবাল মার্কেটে বিচ্ছিন্নতাবাদীদের চালানো এ হামলায় ১৯ জন বেসামরিক লোক আহত হয়েছেন। খবর এএনআই নিউজ এর। 

পুলিশ জানিয়েছে, সোমবার বিকেলে স্থানীয় বাসস্ট্যান্ডের কাছে ইকবাল মার্কেটে গ্রেনেড হামলা হয়েছে। এতে ১৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে শ্রীনগর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ। 

আরও পড়ুন: ২০২০ সালে সরকারি ছুটির ৮ দিনই শুক্র-শনিবার

দুই দিন আগেও কাশ্মীরের রাজধানী শ্রীনগরের কারন্নগর এলাকায় নিরাপত্তা বাহিনীর উপর গ্রেনেড হামলায় ৬ জন নিরপত্তাকর্মী আহত হন। এর আগে একটি চেক পোস্টে নিরাপত্তাকর্মীদের উপর একই ধরণের হামলার ঘটনা ঘটেছিলো। কিছুদিন আগে একটি বাজারে গ্রেনেড হামলায় ১৫ জন আহত হয়েছিলেন।

চলতি মাসের ৩১ অক্টোবর জম্মু ও কাশ্মীরকে ভেঙ্গে দুটি কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখ এবং জম্মু ও কাশ্মীর গঠনের ঘোষণা আসতে পারে। এই ঘোষণাকে কেন্দ্র করে এরকম আরও হামলার আশঙ্কা করছেন নিরাপত্তাকর্মীরা।

ইত্তেফাক/এসইউ