মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সেই তুফান সরকারকে জামিন দেয়নি হাইকোর্ট

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ২১:৫৯

ইত্তেফাক রিপোর্ট

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বগুড়ার বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে জামিন দেয়নি হাইকোর্ট। তার জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। বিবাহর প্রলোভন দেখিয়ে নারী ধর্ষণকারী তুফান সরকারের বিরুদ্ধে গত বছরের ৩১ ডিসেম্বর দুর্নীতির মামলা করে দুদক। মামলায় তার বিরুদ্ধে ১ কোটি ৫৯ লাখ ৫৮ হাজার ৮৮৫ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। নিম্ন আদালত জামিন নামঞ্জুরের পর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করে সে। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও দুদকের পক্ষে এম এ আজিজ খান ও আসামি পক্ষে এ বি এম ওয়ালিউর রহমান খান শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট জামিন দিতে অপারগতা প্রকাশ করে। প্রসঙ্গত, ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে ২০১৭ সাল থেকে সে কারাগারে আছে।