মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আগামী বছর সরকারি ছুটি ২২ দিন

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ২১:৫৯

ইত্তেফাক রিপোর্ট

আগামী নতুন বছর ২০২০ সালের সরকারি ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। এতে মোট ২২ দিন সরকারি ছুটি থাকছে। তবে আট দিন পড়েছে সরকারের পূর্বনির্ধারিত সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার ও শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ২০২০ সালের এ ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, আগামী বছরের জন্য ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে আট দিন সরকারি ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে আট দিনের ছুটি শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। চলতি ২০১৯ সালেও মোট ২২ দিন সরকারি ছুটি ছিল, যার মধ্যে তিন দিনের ছুটি পড়েছিল সাপ্তাহিক ছুটির মধ্যে। আর ২০১৮ সালে ২২ দিনে সাত দিন, ২০১৭ সালে ১০ দিন এবং ২০১৬ সালে চার দিনের ছুটি পড়েছিল সাপ্তাহিক ছুটির দিনে।

বরাবরের মতো এবারও বিভিন্ন ধর্মীয় উত্সবের জন্য ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মুসলমানদের জন্য ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে পাঁচ দিন, হিন্দুদের জন্য আট দিন, খ্রিষ্টানদের জন্য আট দিন এবং বৌদ্ধদের জন্য পাঁচ দিন। এর বাইরে পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্যও দুই দিন ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিসভায় গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৯ অনুমোদন করা হয়।