মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অফিস পিয়ন হিসাবরক্ষকের দায়িত্বে!

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ২১:৩৮

নরসিংদী জেলার পলাশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে তীব্র জনবল সংকট বিরাজ করছে। ফলে দাপ্তরিক কাজকর্মে নানারকম সমস্যার সৃষ্টি হচ্ছে। এ কারণে শিক্ষকদের মাসিক বেতন, টাইমস্কেল ও উত্সব বোনাসসহ নানাবিধ আর্থিক কাজ হচ্ছে বিলম্বে। জানা যায়, ঐ অফিসের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক প্রায় ১০ বছর আগে ডেপুটেশনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চলে যান। তার পর এখন পর্যন্ত সংশ্লিষ্ট পদে কেউ বদলি হয়ে আসতেও পারছেন না। তাছাড়া নিম্নমান সহকারী পদও শূন্য। উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষকের কাজ চলছে এখন অফিস পিয়ন দিয়ে। কম্পিউটার অপারেটর করছেন নিম্নমান সহকারীর কাজ। ফলে এই শিক্ষা অফিসের কাজকর্মে বিরাজ করছে ভীষণ অস্থিরতা। ১০ বছর ধরে চলছে এ অবস্থা। কিন্তু শিক্ষা অফিস কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা আছে বলে মনে হয় না। এ অবস্থা নিরসনে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কৃর্তপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন।

মো. গোলাম কিবরিয়া

গজারিয়া, পলাশ, নরসিংদী