মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ২১:৩২

অবহিতকরণ কর্মশালা

রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ীতে সোমবার দিনব্যাপী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়) কার্যাবলি ও উপ-প্রকল্পের প্রাতিষ্ঠানিক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের তৃতীয় তলার সম্মেলনকক্ষে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এলজিইডির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও এসএসডব্লিউআর ডিপি, ওএন্ডএম এক্সপার্ট মো. সহিদুল হক। রাজবাড়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান এ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী বিমল কুমার দাস।

চালকদের সচেতনতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটে সোমবার দিনব্যাপী পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিআরটিএ মিলনায়তনে এর আয়োজন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি(বিআরটিএ) জয়পুরহাট অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল হান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইনের ওপর কর্মশালা

পাবনা প্রতিনিধি পাবনায় সোমবার প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদের অ্যাডভোকেট শেখ শহীদুল্লাহ বাচ্চু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো. আজিজুল ইসলাম। কর্মশালায় অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন।

শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদের উদ্যোগে সোমবার ৬০০ মেধাবী শিক্ষার্থীর মধ্যে প্রায় সাড়ে ১৭ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল আলম এমএসসি। এতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নোয়াব আসলাম হাবিবের সভাপতিত্বে ও সহকারী প্রকৌশলী আব্দুল হামিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদ, জেলা পরিষদ সদস্য আসাদুজ্জামান চৌধুরী প্রমুখ।

তিন মাসের কম্পিউটার প্রশিক্ষণ সমাপ্ত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ভূরুঙ্গামারীতে উপজেলার ১০টি সদ্য বিলুপ্ত ছিটমহলের ২০ প্রশিক্ষণার্থীর তিন মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সোমবার সমাপ্ত হয়েছে। সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোতে আইসিটি প্রশিক্ষণ এবং অবকাঠামো স্থাপন কর্মসূচি আইটি সাপোর্ট টেকনেশিয়ান কোর্সের আওতায় ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয় ল্যাবে জেনুইন টেকনোলজি অ্যান্ড রিচার্স লিমিটেডের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি এ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে। সমাপনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাগফুরুল হাসান আব্বাসী, সহকারী  প্রোগ্রামার রুবেল সরকার প্রমুখ প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র ও সম্মানি বিতরণ করেন।

দুর্নীতিকে ‘না’ বলার শপথ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা দুর্নীতি করব না, দুর্নীতি মানব না, দুর্নীতি সইব না এ স্লোগানকে প্রতিপাদ্য করে দুর্নীতিকে ‘না’ বলার শপথ নিয়েছে উপজেলার এম এ মান্নান মানিক কলেজের শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে কলেজ অডিটরিয়ামে উপজেলা দুর্নীতির প্রতিরোধ কমিটির আয়োজনে সততা সংঘ ও পরামর্শক কাউন্সিল গঠন অনুষ্ঠানে এ শপথ নেয় শিক্ষার্থীরা। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম এ রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এ মান্নান মানিক কলেজের অধ্যক্ষ মো. শরিফ হোসেন, উপাধ্যক্ষ এম এ মোনায়েম প্রমুখ।