বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চালকের বিরুদ্ধে অভিযোগ গঠন

আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০০:৫২

যুক্তরাজ্যের এসেক্সে একটি লরির কনটেইনার থেকে ৩৯টি মৃতদেহ উদ্ধারের ঘটনায় চালকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ। বাকি তিন সন্দেহভাজনকেও জিজ্ঞাসাবাদ করছে ব্রিটিশ পুলিশ। তিনজনকে শুক্রবার আটক করা হয়। মৃতদের বেশিরভাগই ভিয়েতনামের নাগরিক। চালক মো রবিনসনকে পুলিশ বুধবারই গ্রেফতার করেছিল। তার বিরুদ্ধে মানবপাচার, আইন লংঘন এবং অবৈধ কাজে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। কাল সোমবার তাকে আদালতে হাজির করা হবে। নিহতদের শনাক্ত ও তাদের পরিচয় উদ্ধারে চেষ্টার মধ্যেই সন্দেহভাজনদের গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ চলছে। শুক্রবার ওয়ারিংটন থেকে এক দম্পতি এবং স্ট্যানস্ট্যাড বিমানবন্দর থেকে ৪৮ বছর বয়সী নর্দার্ন আয়ারল্যান্ডের এক ব্যক্তিকে আটক করা হয়। লরিটির ২৫ বছর বয়সী চালক রবিনসনের বাড়িও নর্দার্ন আয়ারল্যান্ডের আর্মাগ কাউন্টিতে। ওয়ারিংটন থেকে আটক দম্পতির বাড়িতেও পুলিশ তল্লাশি চালিয়েছে। তাদের দু’জনেরই বয়স ৩৮ বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে। -সিএনএন ও বিবিসি